অ্যালগরিদম কী, এটি কেন ব্যবহার করা হয়?
❒ কোন সমস্যা সমাধানের জন্য সুনির্দিষ্ট ধারাবাহিক নিয়মাবলী কে অ্যালগরিদম বলে।
এটি মূলত সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয়।
❒ মনে করুন যে আপনি চা তৈরি করবেন।
তাহলে চা তৈরীর অ্যালগরিদম টা কেমন হবে দেখা যাক।
১) প্রথমে আপনাকে একটি পাত্রে পানি দিতে হবে।
২) পানি ফুটানোর জন্য পাত্রটা চুলার উপরে রাখতে হবে।
৩) চুলায় আগুন দিতে হবে।
৪) পানি গরম হয়ে গেলে চার পাতা দিতে হবে।
৫) প্রয়োজনমতো চিনি দিয়ে পরিবেশন করতে হবে।
**→ **আমরা চা বানানোর জন্য উপরের যে স্টেপগুলো ফলো করলাম এটি মূলত একটি চা বানানোর অ্যালগরিদম। **→ **ঠিক এভাবেই কম্পিউটার বিজ্ঞানের অনেক সমস্যা অ্যালগরিদম এর মাধ্যমে সমাধান করা হয়।
0 Comments