কোড মনে রাখার কৌশল কি?
>বিগিনারদের এই সমস্যাটি প্রায়ই হয়। আমি নিজেও এটা ফেস করেছি শিখতে গিয়ে। আপনাকে এই সমস্যা সমাধানে দুইটি পরামর্শ দিতে পারি -
টিউটোরিয়ালে দেখা প্রোগ্রামটি অবশ্যই নিজে লিখে একবার প্র্যাকটিস করুন। আর যদি সম্ভব হয়, টপিকটি বন্ধু বা কাউকে আপনি নিজে একবার শেখানোর চেষ্টা করুন। এতে করে আপনার নিজের কনসেপ্ট পাকাপোক্ত হবে।
প্রথম প্রথম একটু কষ্ট হবে। তবে অনেক অনেক প্র্যাকটিস করলে দেখবেন, আস্তে আস্তে নোট রাখার প্রয়োজন ও কমে যাচ্ছে আর মনে থাকছে সব কিছু। প্রবাদ আছে - Practice makes a man perfect
0 Comments