কম্পিউটার প্রোগ্রামিং শেখার উপকারীতা কী?

 কম্পিউটার প্রোগ্রামিং শেখার উপকারীতা কী?

✅ অনেক উপকারিতা আছে, যেমন: ) উন্নত ক্যারিয়ার, যেহেতু ওয়েবসাইট -সফটওয়্যার-এপস এর চাহিদা এখন তুঙ্গে। ) মস্তিষ্ক চালু থাকা ) যেকোনো জটিল সমস্যা সহজভাবে ভেঙে সমাধান করার দক্ষতা অর্জন ) আবেগ কমে যাওয়া (আপনি যুক্তিকে আবেগের ওপরে প্রাধান্য দেবেন) ) ভালো যৌক্তিক তর্ক করতে পারবেন ) একাকিত্ব কাটানোর দারুন উপায় ) নতুন একটি কমিউনিটি পাবেন ) সমস্যা সমাধান আর নতুন নতুন জিনিস শেখার মত আনন্দ অন্য কিছুতে নেই ) প্রোগ্রামিং জোক্স পড়ে প্রাণ খুলে হাসতে পারবেন যা প্রোগ্রামার ছাড়া আর কেও বুঝবে না!😄

Post a Comment

0 Comments