রিমোট জবের পরিমাণ ও কি সেম পার্সেন্টেজে কমতে পারে?

 রিমোট জবের পরিমাণ ও কি সেম পার্সেন্টেজে কমতে পারে?


বাংলাদেশের জন্য এইটা শাপেবর হতে পারে। বিশেষ করে টেক লাইনে যারা আছে বা যেইসব কাজ রিমোটলি করা পসিবল। তাদের জন্য। কারণ বিদেশী কোম্পানিগুলো তাদের লোকাল লোকজন ফায়ার করে দিচ্ছে কেন?
তাদের রেভেনিউ অনুসারে বেতন দিতে পারতেছে না। তারপরেও কোম্পানি কিন্তু ১০০% সবাইকে ছাটাই করতেছে না। কারণ তাদের কিন্তু কোম্পানিতে কিছু লোক লাগবেই কাজ চালানোর জন্য। প্রাথমিকভাবে তারা তাদের বেশি স্কিল্ড লোকজন রেখে দিবে। কিন্তু বিদেশে সেই লোক রাখতে তাদেরকে তারপরেও বেশি পে করতে হচ্ছে।
তখন যদি তাদের মাথায় বুদ্ধি আরো চলে আসে। এবং সেইম স্কিল এর লোক আরো কম খরচে ভরসা সহ পাওয়ার চিন্তা করে।
তখন রিমোটলি কোয়ালিটি পিপল হায়ার করার চিন্তা করতেই পারে। বিশেষ করে যেসব কাজ রিমোটলি করা পসিবল। সেই সব কাজের জন্য।
সো, এই কারণে, রিসেশনে রেগুলার জব কমে গেলেও, রিমোট জব বেড়ে গেলে আমি অবাক হবো না।

Post a Comment

0 Comments