সার্টিফিকেট দিয়ে চাকরির দরজায় কড়া নাড়তে পারবে মাগার দরজা খুলতে পারবে না।
চাকরির দরজা খুলতে হলে ইন্টারভিউতে যোগ্যতার প্রমাণ দিয়েই চাকরির দরজা খুলতে হবে। আবার যে স্কিল দিয়ে চাকরির দরজা খুলবে সে স্কিল নিয়েই পড়ে থাকলে চাকরিতে টিকে থাকতে পারবে না। বরং দুই থেকে চার বছর পরে তুমি অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় বা সেকেলে হয়ে যাবে। কারণ এইটা কন্টিউনিউয়াস লার্নিং, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, কন্টিনিউয়াস গ্রোয়িং আর টেকনোলজি এডাপ্টেশন এর যুগ।
.
এই কন্টিনিউয়াস গ্রোয়িং এর যুগে টেকনোলজির সাথে তাল না মেলালে: টেকনোলজি এর রাক্ষস তোমাকে পিষে ফেলবে। অনেক অনেক জব, ক্যারিয়ার, প্রফেশন জাস্ট অল্প কয়েকদিন এর মধ্যে হাওয়া হয়ে গেছে। SMS এসে ডাকপিয়নকে রিপ্লেস করে ফেলছে। ফ্যাক্টরি এর মাস প্রোডাকশন দিয়ে দর্জি এর চাকরি নাই করে দিছে। গুগল সার্চ আর ওয়েবসাইট এসে ট্রাভেল এজেন্ট এর চাহিদা কমিয়ে দিছে। হাতে হাতে স্মার্ট ফোন এসে: ফোন/ফ্যাক্স এর দোকান, ফটোগ্রাফি ষ্টুডিও, চিঠি পাঠানো, ঘটক, নিউজপেপার ডিস্ট্রিবিউটর সব চাকরি খেয়ে দিছে। রাইড শেয়ারিং এসে ট্যাক্সি ড্রাইভার/সিএনজি এর ভাত মেরে দিছে। ই-কমার্স আছে কোনার দোকানের ব্যবসা কমায় দিছে। হয়তো আরো কয়েক বছর পরে বাস কাউন্টার, এমনকি বাস ড্রাইভারও লাগবে না। সেলফ ড্রাইভিং সফ্টওয়ার দিয়েই বাস চলবে। হয়তো কৃষক ফসল ফলাবে না। ইন্টিলিজেন্ট মেশিন গিয়ে ফসল ফলিয়ে হার্ভেস্টিং করে নিয়ে আসবে। রাস্তাঘাটে কিংবা ফ্যাক্টরিতে সব ম্যানুয়াল কাজ রোবট ভাইয়া আপুরা করবে।
.
তবে টেকনোলজি যে শুধুই চাকরি খেয়ে দিচ্ছে সেটাও কিন্তু না। বরং অনেক অনেক ক্যারিয়ার পাথ, প্রফেশন, জবও কিন্তু পয়দা করতেছে। এইতো দশ-বিশ বছর আগেও: ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, ফ্রিল্যান্সার, ই-স্পোর্টস (ভিডিও গেমার), UX, টেলিমেডিসিন ডাক্তার, SEO এক্সপার্ট, মোবাইল এপ ডেভেলপার, ক্রিপ্টোকারেন্সি, ভার্চুয়াল রিয়ালিটি ডেভেলপার, ই-কমার্স, ডাটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ব্লকচেইন, রাইড শেয়ারিং ড্রাইভার, ফুড ডেলিভারি, বিকাশ এজেন্ট, ই-লার্নিং, ফ্রি ইন্টারন্যাশনাল ভিডিও কল এর মতো অপরচুনিটিগুলো তৈরি করতেছে।
.
মনে রাখবে: একটা ভার্সিটি লাইফের ডিগ্রি থেকে পাওয়া নলেজ/স্কিল দিয়ে একটা জীবন পার করতে পারবে না। তোমার বাপ-চাচারা পারলেও তুমি পারবে না।
.
যুগের সাথে সাথে :হয় তুমি গ্রো করবে, না হয় তুমি হারিয়ে যাবে। হয় তুমি এডাপ্ট করবে, না হয় তুমি মারা খাবে। হয় তুমি স্কিল ডেভেলপ করবে, আপগ্রেড করবে, না হয় তুমি চাকরি হারাবে। অনেকটা তোমার হাতের মোবাইল ফোন এর মতো: যখন দরকার হবে ভার্সন আপডেট করবে। যখন দরকার, হার্ডওয়্যার আপগ্রেড করবে। নিত্য নতুন জিনিস শিখবে, ট্রাই করবে, এক্সপ্লোর করবে। না হয় অকেজো হয়ে খাটের তলায় পড়ে থাকবে। ধুলা খাবে।
0 Comments