ওয়েবসাইটের লোডিং স্পিড বিভিন্ন বিষয়ের ওপরে নির্ভর করে।
কিছু জনপ্রিয় online tool ব্যবহার করে website এর speed চেক করি, তখন বিভিন্ন technical কারণ গুলোর বিষয়ে বলা হয় যেগুলো আমাদের সাইট স্লো করে তোলে।
তবে, সেই technical কারণ গুলোর মধ্যে বেশিরভাগ অনেক সহজেই সঠিক করে নেওয়াটা সম্ভব।
তবে যদি, আপনি WordPress ব্যবহার করে নিজের ওয়েবসাইট তৈরি করেছেন কেবল তখন website speed এর সাথে জড়িত technical সমস্যা গুলোর সমাধান সহজেই করা যেতে পারে।
নিচে আমি এমন কিছু কারণ এর বিষয়ে বলে দিচ্ছি, যেগুলো একটি ওয়েবসাইট কে স্লো করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
1. Web hosting – একটি খারাপ hosting company থেকে হোস্টিং ব্যবহার করার ফলে, আপনার ওয়েবসাইটের স্পিড প্রচুর স্লো হয়ে থাকতে পারে।
2. Caching – একটি ওয়েবসাইটের দ্রুত লোডিং এর ক্ষেত্রে caching এর ভূমিকা প্রচুর। ওয়েবসাইটে সঠিক ভাবে caching এর প্রক্রিয়ার ব্যবহার না করলে সাইট প্রচুর স্লো থাকবে।
3. Page size – যদি আপনার ওয়েবসাইটের পেজ গুলোর সাইজ অনেক বেশি, তাহলে slow website loading এর এ প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে।
4. External scripts – একটি ওয়েবসাইটের background এ বিভিন্ন ধরণের JavaScript ও external scripts লোড হয়। এই ধরণের scripts গুলো “google fonts”, “ads” বা “analytics” ইত্যাদির কারণে ওয়েবসাইটে লোড হয়। এবং, এই external scripts গুলো যেকোনো ওয়েবসাইটের লোডিং স্পিড প্রচুর স্লো করে তুলতে পারে।
তাহলে এখন আপনারা বুঝেই গেছেন যে, কেন একটি ওয়েবসাইট এর লোডিং স্পিড স্লো হয়ে যেতে পারে।
0 Comments