প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং শেখার কিছু ভাল সাইট
![🔰](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tc3/1.5/16/1f530.png)
1) Codeforces.com - এখানে প্রতি সপ্তাহে অন্তত ২টি অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্টিত হয়ে থাকে। এখানে পাঁচ হাজার বেশী প্রোগ্রামিং প্রব্লেম আছে। এছাড়াও এর ব্লগ পোষ্ট থেকে প্রোগ্রামিং বিষয়ক অনেক তথ্য পাওয়া যায়।
3) Toph - Sport Programming Platform - এটি বাংলাদেশী প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং এর একটি প্লাটফর্ম।
4) CodeChef - এখানে প্রতিমাসে ১টি ১০দিন এর লম্বা প্রতিযোগিতা হয়ে থাকে। এছাড়াও ২/২.৩০ ঘন্টার বেশ কয়েকটি প্রতিযোগিতা হয়।
5) Topcoder - এটাও অনেক ভাল একটি প্লাটফর্ম।
এইতো অনেকগুলা হয়ে গেল। আপনার পছন্দের ওয়েবসাইট কোনটি?
0 Comments