Tailwind CSS বর্তমানের সবথেকে জনপ্রিয় CSS লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক।  


তবে অনেকে Bootstrap থেকে আসে যাদের হয়ত এমন এমন স্ক্রাচ থেকে সব ক্লাস লেখা পছন্দ না।
আবার, অনেকে প্রাক্টিস প্রজেক্টে কিংবা ক্লায়েন্ট এর প্রজেক্টেও চাইলে এগুলা ব্যবহার করতে পারেন।
যদি PSD, FIGMA টু HTML / React হয় তাহলে সম্পুর্ন সব ম্যাচ হবে না তবে তাও অনেকটা হবে।
এবং এ ছাড়া অধিকাংশ প্রজেক্টে কাজ করবে।
আমি ব্যাক্তিগতভাবে অনেক দিন ধরে ব্যবহার উপকার পাচ্ছি।
তাই কয়েকটা Tailwind বেস লাইব্রেরি / সাইট কালেক্ট করে পোস্ট দিচ্ছি, যেগুলা প্রায় সময় প্রাক্টুসে ব্যবহার করে থাকি।
আশা করি উপকৃত হবেন।
শেয়ার দিয়েন তাহলে 👀

২। Flowbit

আমার সব থেকে বেশি ব্যবহার হয় এটাই হয়ত। সিম্পল + রিয়েক্টের জন্য আলাদা ভাবেক থাকার সেটা অনেক সুবিধা হয়।

২। DasiUI

অনেকেই এতা সম্পর্কে জানেন হয়ত এটাও ওনেক সুন্দর সুন্দর ডিজাইন করা কম্পোনেন্ট পাবেন । বিশেষত্ব হল থিমসহ নানা রেডিমেট কম্পোনেন্ট + ফাংশনালিটি।

৩। Meraki UI

এটি ইন্সটল করা লাইব্রেরি না তবে এটায় রেডিমেট কিছু কম্পোনেন্ট আছে ব্যবহার করার জন্য।

৪। TailBlocks

এটি You Tube এ অনেকে ভিডিও করল দেখলান ও ভাকই সারা ফেলেছে এমন কম্পোনেন্ট পাওয়া যাবে।

৫। Material Tailwind

এখানে MUI এর রিয়েক্ট / html কম্পোনেন্ট পাওয়া যায়। মজার বিষয় হল হুবুহু MUI এর মত প্রায় সব।
তাহলে হয়ত MUI + Tailwind ২টা ব্যবহার করা লাগে না এবং এতে ভিন্ন লাইব্রেরি এর ডিফল্ট বা অপ্রোয়জনীয় ক্লাস থাকবে না, সাইট ফাস্ট হবে

৬। Wind UI

যদিও এটা আমি রিসেন্ট এক্সপ্লোড় করেছি, তবে ব্যবহার করে ফিডব্যাক দিয়েন নাহয় আপনি।

৭। shadcn/UI

যদিও এতাকে হয়ত উপরে রাখা লাগত, তবে যেহেতু আমি নতুন জানলাম এ নিয়ে তাই একটু পড়েই দিলাম। Next.js এর সাথে প্রজেক্ট স্টার্ট করার জন্য তারা CLI টুলও প্রোভাইড করে দেখা যাচ্ছে

বি:দ্র: আমি এক ক্ষুদ্র লার্নার, জাস্ট নিজের ব্যবসায় জিনিস শেয়ার দিলাম। কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন 😊