উআরআই (URI) ও ইউআরএল (URL)

 উআরআই (URI) ও ইউআরএল (URL)

URI এর পূর্ণরুপ হলো Uniform Resource Identifier এবং অপরদিকে URL হলো Uniform Resource Locator । দুটির ব্যবহারের উদ্দেশ্য একই হলেও এদের মধ্যে কিছুটা পার্থক্য বিদ্যমান।
URI হলো কোনো একটি রিসোর্সের একটি নির্দিষ্ট আইডেন্টিফায়ার। এই রিসোর্স হতে পারে কোনো ওয়েবপেজ, ছবি, ভিডিও ইত্যাদি। আর URL হলো এক ধরনের বিশেষ URI, এই বিশেষ ধরণের URI কে কীভাবে পড়তে হয় বা এক্সেস করতে হয় তা বলা থাকে যেমনঃ URL এর ক্ষেত্রে আমরা দেখতে পাই, ডোমেন নেম থাকে আর তার সাথে থাকে HTTP বা FTP ইত্যাদি।
একটি URL এর বেশ কয়েকটি অংশ থাকেঃ
Protocol : URL এর শুরুতে প্রোটোকলের নাম থাকে।যেমনঃ http, ftp ইত্যাদি। Web Application এর ক্ষেত্রে এটি HTTPS বা HTTP হয়। এখানে HTTPS থাকে Secure বা সুরক্ষিত যোগাযোগের জন্য। আমারা ব্রাউজারে কোনো ওয়েবসাইটে গেলে URL এর আগে তালা বা lock এর চিহ্ন থাকে। সেটা হলো secured বা https আছে তাই। এবং না থাকলে সেটা লেখা থাকে not secoured ( লাল অক্ষরে )।
Hostname : প্রোটোকলের পরের অংশ হলো হোস্টনেম। এই অংশে ডোমেইনের নাম বা কোনো আইপি অ্যাড্রেস থাকে। যেমনঃ example . com বা 192.168.1 .12 এরকম।
Port : এর পরে থাকে TCP পোর্ট নম্বর। TCP নিয়ে না হয় একটু গুগল করেন। এতে জানার আগ্রহ আরো বাড়বে । এই পোর্ট দিয়ে ক্লায়েন্টের সাথে সার্ভার যোগাযোগ করে। HTTP এর জন্য default পোর্ট হলো 80 । বিঃদ্রঃ আমি মনে করি, এই ক্লায়েন্ট মার্কেটপ্লেসের ক্লায়েন্ট না।
Path : এই অংশ হলো ওয়েবপেজের লোকেশন। অন্তত বেশি জানার জন্য হলেও একটু গুগলে সার্চ করেন তাহলে আরো বেশি ক্লিয়ার হবেন।
*** ***
TCP / IP হলো নেটওয়ার্কে ডেটা আদান প্রদান বা communicate এর একটি মডেল।
TCP / IP মডেলকে চার ভাগে ভাগ করা হয়ঃ
Application Layer
Transport Layer
Internet Layer
Link Layer
বাকিটা গুগল জানে।😃😅
এই পোস্টটি এখানেই স্টপ। এর পরের পোস্টে আমরা জানবো HTTP মেথড নিয়ে।
No photo description available.

Post a Comment

0 Comments