এদেশে চাকরি নেই নাকি যোগ্য কর্মী নেই?


ইঞ্জিনিয়ার পদের এক চাকরির জন্য ১০৮ টি সিভি এসেছে!

* এর মাঝে ১০+ ক্লান্ত বালক আর ফানি বয় আছে,

* ৪৬ টি ইমেইল সাবজেক্টে fwd লেখা অর্থাৎ অন্য জায়গায় পাঠানো সিভি ফরওয়ার্ড করে দিয়েছে,

* ২২ জন ইঞ্জিনিয়ার না হয়েও ইঞ্জিনিয়ার পদে আবেদন করেছেন

* ৭৮ ইমেইলের বডিতে কোন লেখা নেই, বা এক লাইন লিখা ‘CV’.

* ৫ টি সিভি ফাইলের নামের জায়গায় ফোন নাম্বার লেখা (017947373.pdf)

* ১৩ টি ইমেইলের বডিতে ডজন খানেক ইমেইল লেখা, যেখানে আগে ফরওয়ার্ড করা হয়েছিল,

* ৯০% সিভি কম্পোজের দোকান থেকে বানানো নিম্নমানের,

* ৯০% আবেদনকারী জব সার্কুলার পড়েও দেখেনি, ইমেইল আইডি পেয়েই ইমেইল সেন্ড করে দিয়েছে


মাত্র ৪ জন সঠিকভাবে ইমেইল সাবজেক্টে চাকরির আবেদনের কথা লিখেছে, ইমেইল বডিতে লিখেছে কেন সে আবেদন করছে এবং কেন সে যোগ্য, সিভিতে অনেক সুন্দরভাবে তাদের যোগ্যতা আর দক্ষতার বর্ণনা দিয়েছে!


এই দেশে শিক্ষিত তরুণ অনেক কিন্তু যোগ্য তরুণ হাতে গোনা!