একটি ওয়েবসাইটের loading speed তার সফলতার বা অসফলতা, দুটোরি কারণ হয়ে দাঁড়াতে পারে।

আপনার ওয়েব পেজ কতটা তাড়াতাড়ি বা স্লো ভাবে লোড হচ্ছে, এটা সম্পূর্ণ ওয়েবসাইটের পরিচয়ের ওপরে প্রভাব ফেলতে পারে।
ওয়েবসাইটের bounce rate, view, জনপ্রিয়তা, conversion এবং পরিচয় তৈরি, প্রত্যেক ক্ষেত্রেই তার লোডিং স্পিড দ্রুত হওয়াটা জরুরি।
কিন্তু, এগুলোর থেকেও সবচে জরুরি বিষয়টি হলো “page speed” হলো গুগলের একটি জরুরি “ranking factor“.
মানে, গুগল নিজের সার্চ রেজাল্ট পেজে (SERP) একটি ওয়েবসাইট rank করার সময় ওয়েবসাইটের মধ্যে কিছু বিশেষ গুনের যাচাই করে, তারপর website গুলোকে rank করে।
এবং এই বিশেষ গুন গুলোকেই বলা হয় “Google ranking factors” যেগুলোর মধ্যে “page speed” এর ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ।
তাই, যদি আপনি গুগল সার্চ থেকে নিজের ব্লগ বা ওয়েবসাইটে, প্রচুর ট্রাফিক পেয়ে যেতে চাচ্ছেন তাহলে “website এর page speed” নিয়ে প্রথমেই ভাবতে হবে।
যদি আপনার ওয়েবসাইট অধিক ফাস্ট লোড হয়, তাহলে গুগল সার্চে আপনার ওয়েবসাইটের ranking ভালো রাখা হবে।
কারণ, গুগল সব সময় fast loading website পছন্দ করে।
গুগল সার্চে ranking ভালো থাকার ফল স্বরূপে আপনি পাবেন প্রচুর organic traffic ও visitors.
যদি ওয়েবসাইটের লোডিং স্পিড স্লো হয়ে থাকে, তাহলে গুগল সার্চে (SERP) আপনার ওয়েবসাইটের ranking প্রচুর খারাপ হয়ে থাকবে।
যার ফল স্বরূপে, গুগল থেকে অর্গানিক ট্রাফিক বা ভিসিটর্স ৭০% কমে যাওয়ার সম্ভাবনা থাকে।
এছাড়া, যখন আপনার ওয়েব পেজ গুলো অধিক স্লো ভাবে লোড হবে, তখন ওয়েবসাইটের user রা বিরক্তি পেয়ে সাইট থেকে সাথে সাথে চলে যাবেন।
এতে, website এর ক্ষেত্রে একটি খারাপ user-experience এর সৃষ্টি হয় এবং যেটা ওয়েবসাইটের branding এবং reputation এর ক্ষেত্রে প্রচুর ক্ষতিকারক।
এজন্যেই বর্তমান সময়ে, “কিভাবে ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়াতে হয়” এই বিষয়ে প্রত্যেকেই জেনেনিতে চাচ্ছেন।