ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লোডিং স্পিড কিভাবে ফাস্ট করবেন ?

 ১. Focus on web hosting

২. Select a fast loading WordPress theme
৩. Use minimum plugin in WordPress
৪. Simple & clean site design
৫. Compress images before uploading
৬. Minify HTML, CSS & JavaScript
৭. Remove query strings from static resources
৮. Use CDN for your website
৯. Enable caching in website
১০. Upgrade to latest PHP version
১১. Lazy load images এর ব্যবহার
১২. Use minimum ads
WordPress website loading speed বাড়ানোর জন্যে এই প্লাগিন ব্যবহার করুন:
1. WP total cache – ওয়েবসাইটের সম্পূর্ণ ক্যাশিং (caching) এর সাথে জড়িত প্রত্যেকটি option আপনারা এখানে পাবেন। ওয়েবসাইটের speed ও performance প্রায় ৫০% অধিক বাড়িয়ে নিতে পারবেন এই প্লাগিন এর মাধ্যমে।
2. Autoptimize – এই ওয়ার্ডপ্রেস প্লাগিন প্রত্যেক ওয়েবসাইটে থাকা দরকার। নিজে নিজে আপনার সম্পূর্ণ database, files এবং scripts গুলোকে optimize করে আপনার ওয়েবসাইটের দ্রুততা বৃদ্ধি করে।
3. WP-Optimize – আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মূল অংশ হলো database. এবং, ওয়েবসাইটের database এ তার প্রত্যেকটি information জমা হয়ে থাকে। তাই, এই WP-optimize plugin এর ব্যবহার করে এক ক্লিকেই সম্পূর্ণ database টি optimize করে নিতে পারবেন।
4. Wp Smush – এটা অনেক জনপ্রিয় একটি ওয়ার্ডপ্রেস ইমেজ অপ্টিমাইজেশন প্লাগিন। এর মাধ্যমে, নিজের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপলোড করা images গুলোকে অধিক ভালোকরে optimize ও compress করা যেতে পারে।

Post a Comment

0 Comments