১. নিজের ওয়েবসাইটের লোডিং স্পিড চেক করুন

যেকোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পিড অপ্টিমাইজেশন করার আগেই সেই ওয়েবসাইটের বর্তমান দ্রুততা চেক করে নেওয়াটা অনেক জরুরি।
এই ক্ষেত্রে, আপনারা কিছু জনপ্রিয় website speed test tools ব্যবহার করে নিজের ওয়েবসাইটের লোডিং স্পিড চেক করে নিতে পারবেন।
Page speed insights
GTmetrix
Tools.pingdom.com
KeyCDN website speed test
Sucuri Load Time Tester
২. নিজের ওয়েবসাইটের backup নিতে হবে
Website speed optimisation হোক বা অন্য যেকোনো editing এর কাজ, আপনার সাইট এর backup থাকাটা অনেক জরুরি।
যদি optimisation বা editing এর ক্ষেত্রে কিছু উল্টো পাল্টে হয়ে যায় তাহলে নিজের নেওয়া backup টি restore করে ওয়েবসাইটটি আবার সুস্থ ও আগের অবস্থায় নিয়ে যেতে পারবেন।
তাই, speed optimisation এর ক্ষেত্রে নিজের WordPress ওয়েবসাইট edit করার আগেই সম্পূর্ণ ওয়েবসাইটের backup অবশই নিয়ে নিবেন।
একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর ব্যাকআপ নেওয়ার ক্ষেত্রে, নিচে দেওয়া এই backup plugin গুলো ব্যবহার করতে পারবেন।
Updraftplus
BackupBuddy
BackWPup
Duplicator
VaultPress